বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো সেনাবাহিনী

- আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, সকল পদবির সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।
প্রসঙ্গত, ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন অন্তত ১২টি জেলার মানুষ। দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের এ জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক অবস্থা ফেনীর। ক্রমশ অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। কয়েকটি শহরসহ নিম্নাঞ্চলের জনপদ প্লাবিত। বানের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গবাদিপশু। ভাসছে মানুষও। আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৪০ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ডুবে গেছে বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ; নেই বিদ্যুৎ সংযোগও। ফেনীসহ বেশির ভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানবিক বিপর্যয়ের মুখে ফেনীসহ বন্যাকবলিত এলাকার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসি মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং স্বেচ্ছাসেবীরাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। সেনাবাহিনীর ২৪টি বোট এবং ছাত্র আন্দোলনের ৫০টি বোট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিতরণ করা হচ্ছে ত্রাণও।