১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭২ বার পড়া হয়েছে

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর ফলে পটুয়াখালী উপকূলের অন্যতম মৎস্য বন্দর আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে পোতাশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকার মাছধরা ট্রলার।

জেলেরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল। এ কারণে সাগরে টিকে থাকা কষ্টসাধ্য। তাই নিরাপদে থাকার জন্য তীরে আসছি। দুদিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণির মানুষ। নদনদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ কালবেলাকে জানান, উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ০২:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর ফলে পটুয়াখালী উপকূলের অন্যতম মৎস্য বন্দর আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে পোতাশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকার মাছধরা ট্রলার।

জেলেরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল। এ কারণে সাগরে টিকে থাকা কষ্টসাধ্য। তাই নিরাপদে থাকার জন্য তীরে আসছি। দুদিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণির মানুষ। নদনদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ কালবেলাকে জানান, উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।