বঙ্গবন্ধুর অস্প্রদায়িক সোনার বাংলা গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ধর্ম মন্ত্রী

- আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ২৩২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য সব ধর্মের মানুষ নিয়ে অস্প্রদায়িক বাংলা গড়তে যে দৃড় প্রত্যয় করেছিলেন তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিই বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান এমপি।
শনিবার (১৮ মে) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পুরোহিত ও সেবাইত সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পুরোহিত ও সেবাইত সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে, জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধ দৃড় ও অটুট হবে।
বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিত আঃ হালিম জমাদ্দার, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।