প্রয়াত বিএনপি নেতা মিলন মিয়ার পরিবারের পাশে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

- আপডেট সময় : ১২:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৯২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি প্রয়াত সাইদুল রহমান মিলন মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন তার মামা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলা রোডস্থ আমতলায় মিলন মিয়ার বাসভবনে ছুটে যান। তিনি মিলন মিয়ার পরিবারের সদস্যদের সাথে পারিবারিকভাবে মিলিত হন। পাশাপাশি তিনি গভীর সমবেদনা জানান। দেশের বাহিরে থাকায় তিনি জানাযায় অংশ নিতে না পারার জন্যও দু:খ প্রকাশ করেন।
এসময় মিলন মিয়ার বড় ছেলে বিএনপি নেতা মেহেদী হাসান সাগর, ছোট ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাওন, মেয়ে নাদিয়া রহমান মিমু সহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শুক্রবার মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার কবর জিয়ারত করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।