০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে সাদিক আব্দুল্লাহ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ১৭২ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি) দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। একইসঙ্গে জাহিদ ফারুকের প্রার্থিতা বহালের বিরুদ্ধেও আবেদন করেছেন সাদিক আব্দুল্লাহ।

রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ইফতাবুল কামাল অয়ন বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন সাদিক আব্দুল্লাহ। পাশাপাশি একই আসনের জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। আজ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে, শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল শুনানি নিয়ে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

একই দিন জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিলও নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে সাদিক আব্দুল্লাহ

আপডেট সময় : ০৭:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি) দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। একইসঙ্গে জাহিদ ফারুকের প্রার্থিতা বহালের বিরুদ্ধেও আবেদন করেছেন সাদিক আব্দুল্লাহ।

রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ইফতাবুল কামাল অয়ন বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন সাদিক আব্দুল্লাহ। পাশাপাশি একই আসনের জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে। আজ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে, শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল শুনানি নিয়ে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

একই দিন জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিলও নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকছে।