০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ১৭১ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥  প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল বিভাগের পরীক্ষার্থীদের ব্যানারে গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষায় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ দুর্নীতিযুক্ত পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্ট বরাবর প্রথম ধাপের প্রাথমিক পরীক্ষার্থীদের পক্ষে রিট করা হয়েছে।

পরীক্ষার্থীরা বলেন, আমাদের মূল দাবি হলো দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ চাই।

মানববন্ধনে পাঁচ দফা দাবি জানানো হয়। দফাগুলো হলো- প্রথম পর্বের ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা বাতিল চাই, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা চাই, ডিভাইস ও চুক্তিমুক্ত পরীক্ষা চাই, জালিয়াতির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার উপযুক্ত শাস্তি চাই, সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিচ্যুত চাই।

আল মাহমুদ মানববন্ধনে বলেন, প্রাথমিক শিক্ষক হলো জাতির প্রথম ভিত্তি, সেখানে দুর্নীতি এ জাতি কখনও মেনে নিতে পারে না। প্রার্থীদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন বলে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আশা করছি।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥  প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল বিভাগের পরীক্ষার্থীদের ব্যানারে গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষায় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ দুর্নীতিযুক্ত পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্ট বরাবর প্রথম ধাপের প্রাথমিক পরীক্ষার্থীদের পক্ষে রিট করা হয়েছে।

পরীক্ষার্থীরা বলেন, আমাদের মূল দাবি হলো দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ চাই।

মানববন্ধনে পাঁচ দফা দাবি জানানো হয়। দফাগুলো হলো- প্রথম পর্বের ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা বাতিল চাই, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা চাই, ডিভাইস ও চুক্তিমুক্ত পরীক্ষা চাই, জালিয়াতির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার উপযুক্ত শাস্তি চাই, সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিচ্যুত চাই।

আল মাহমুদ মানববন্ধনে বলেন, প্রাথমিক শিক্ষক হলো জাতির প্রথম ভিত্তি, সেখানে দুর্নীতি এ জাতি কখনও মেনে নিতে পারে না। প্রার্থীদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন বলে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আশা করছি।