১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পেশাদারিত্বের সাথে পুলিশকে সেবা প্রদানের আহ্বান জানালেন আইজিপি

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম পেশাদারিত্বের সাথে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদার হতে হবে। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে, এর কোন ব্যত্যয় ঘটানো যাবে না।
আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ শাহ আলমের প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ শাহ আলম প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে আজ ৩ অক্টোবর অবসরে গেলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে  মোঃ শাহ আলম অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী অতিরিক্ত আইজি মোঃ শাহ আলম তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। মোঃ শাহ আলম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পেশাদারিত্বের সাথে পুলিশকে সেবা প্রদানের আহ্বান জানালেন আইজিপি

আপডেট সময় : ০১:৫৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম পেশাদারিত্বের সাথে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদার হতে হবে। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে, এর কোন ব্যত্যয় ঘটানো যাবে না।
আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ শাহ আলমের প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ শাহ আলম প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে আজ ৩ অক্টোবর অবসরে গেলেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে  মোঃ শাহ আলম অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী অতিরিক্ত আইজি মোঃ শাহ আলম তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। মোঃ শাহ আলম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।