পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফরাজির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

- আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ২০৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) একক আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির (ঈগল) বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ (কলারছড়ি) রোববার বিকেলে মঠবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস এ অভিযোগ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলার ছড়ি প্রতিক প্রার্থীর সহদর মো. রিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলার ছড়ি প্রতিক প্রার্থীর সহদর মো. আশরাফুর রহমান, ফিনল্যা- প্রবাসি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি চিত্রশিল্পী চঞ্চল কর্মকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান অভিযোগে জানান, মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য বর্তমানে স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজি তার নির্বাচনী সভায় একাধিক মাইক ব্যবহার করে প্রতিপক্ষ স্বতন্ত্র কলারছড়ি প্রতীকের প্রার্থী ও তার মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে নানা মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তিনি ও তার সমর্থকরা নির্বাচনী সমাবেশ শেষে ভূড়িভোজের আয়োজন করেছেন। স্থানীয় সূর্যমণি বাসাবাড়ি এলাকায় নির্বাটনী সভা শেষে মধ্যরাত অবধি মাইক বাজিয়ে ভূড়িভোজের আয়োজন করে যা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেয়। সেই সাথে ডা. ফরাজি নির্বাচনে কালো টাকা ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন ও মঠবাড়িয়ার মানুষের সহযোগিতা কামনা করা হয়।