০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে গ্রামবাসীদের সহায়তায় ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন যৌথবাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠির কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের মো. হারুন মোল্লা (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাপালবাড়ি গ্রামের মো. আবু কালাম (৫০)।

জানা গেছে, করফা বাজারসংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের মতো পাহারা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়।

তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দুজনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দুজনকে হস্তান্তর করে গ্রামবাসী। এ সময় ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচএম শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংসসহ দুজনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পিরোজপুরে ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

পিরোজপুরের নেছারাবাদে গ্রামবাসীদের সহায়তায় ২৪৭ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন যৌথবাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠির কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের মো. হারুন মোল্লা (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাপালবাড়ি গ্রামের মো. আবু কালাম (৫০)।

জানা গেছে, করফা বাজারসংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের মতো পাহারা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়।

তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দুজনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দুজনকে হস্তান্তর করে গ্রামবাসী। এ সময় ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচএম শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংসসহ দুজনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।