পিরোজপুরে টগড়া-চরখালী ফেরিকে জাহাজের ধাক্কা : ১১ রুটে বাস চলাচল বন্ধ

- আপডেট সময় : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ২৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে একটি জাহাজের ধাক্কায় কঁচা নদীর টগড়া-চরখালী ফেরি ভেঙে যাওয়ায় ১১ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শনিবার রাত থেকে পিরোজপুরের সাথে দেশের ১১টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কঁচা নদীর ওপর টগরা-চরখালী ফেরি ঘাটের ভেড়ানো ছিল ফেরি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ধাক্কা দিলে ঘাটের গ্যাংওয়ে সহ ফেরি ক্ষতিগ্রস্ত হওয়ায় খুলনা, ঢাকা, মঠবাড়িয়া-পাথরঘাটাসহ ১১টি রুটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানুষের কোনো ক্ষতি না হলেও ইউনুস হাওলাদার নামে এক ক্ষুদে ব্যবসায়ীর ভ্যান পড়ে যায় নদীতে। বর্তমানে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।’
এ প্রসঙ্গে রোববার সকালে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু বলেন, জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরিটি মেরামতের জন্য সকাল থেকে কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি সচল করা হবে বলে জানান তিনি।