০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় আ.লীগ সমর্থককে পিটিয়ে হত্যা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

পিরোজপুরে আওয়ামী লীগ সমর্থন করা এবং দাবি করা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত কামাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল মঠবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

জানা যায়, গত ২৩ নভেম্বর মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে প্রবাসী কামাল হোসেনকে তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ নভেম্বর কামাল হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে সাপলেজা মাছ বাজারে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপি ও যুবদলের কর্মী-সমর্থকরা। পরে কাগজে জোর-জবরদস্তি করে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় আহত কামাল নিজেই ২৫ নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মো. রুবেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। হামলার সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়েও কোনো সাড়া পাননি তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পড়ে লেগেছে।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ডেকে এনে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছিল।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় আ.লীগ সমর্থককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

পিরোজপুরে আওয়ামী লীগ সমর্থন করা এবং দাবি করা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত কামাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল মঠবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

জানা যায়, গত ২৩ নভেম্বর মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে প্রবাসী কামাল হোসেনকে তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ নভেম্বর কামাল হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে সাপলেজা মাছ বাজারে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপি ও যুবদলের কর্মী-সমর্থকরা। পরে কাগজে জোর-জবরদস্তি করে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় আহত কামাল নিজেই ২৫ নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মো. রুবেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। হামলার সময় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়েও কোনো সাড়া পাননি তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পড়ে লেগেছে।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ডেকে এনে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছিল।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।