পিরোজপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু

- আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত ওই কিশোর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (বারোহাজার) গ্রামের আলঙ্গীর মল্লিকের ছেলে সিয়াম মল্লিক (১২)।
ঘটনাটি ঘটেছে ১২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে একই এলাকার আশ্রাব মল্লিকের ইরিধান খেতে। মৃত কিশোরের মা ইয়াসমিন বেগম জানান, গত ১১ ই ফেব্রুয়ারী রাতে ইরিধান ক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে পাশের বাড়ি দিলীপ সিকদারের বাড়ি হতে সাইড লাইন অর্থাৎ (চোরা লাইন) নিয়ে কৃষক আশ্রাব মল্লীক তার ধানক্ষেতে দেয় এবং লাইনটি সকালে বন্ধ না করে একই অবস্থায় রেখে দেয়।
সোমবার দুপুর ১ টার দিকে আমার ছেলে মাঠে ছাগল আনতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমি ছেলেকে উদ্ধার করতে গেলে আমিও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হই। পরবর্তীতে স্থানীয় লোকজন আমার ডাকচিৎকারে ঘটনাস্থলে এসে বাশের লাঠি দিয়ে বিদ্যুৎ লাইন থেকে ছাড়িয়ে আমাকে উদ্ধার করে।
এবিষয়ে নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ( এস আই ) মোঃ মজাহারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।