পাথরঘাটায় হরিণের মাথা ও মাংসসহ আটক ১

- আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ২৯৯ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় হরিণের মাথা ও ২ কেজি মাংসসহ মো. ইউনুস নামের একজনকে আটক করেছে পাথরঘাটা বন বিভাগ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা নামক এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে মাথাসহ মাংস উদ্ধার কর হয়। আটক মো. ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের ইউসুফ মিয়া ছেলে। পরে আদালতের নির্দেশে পাথরঘাটা উপজেলা বনবিভাগের কার্যালয়ে মাথাসহ মাংস মাটিতে পুতে ফেলা হয়।পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা হাজিরখালের চৌরাস্তা নামক এলাকা থেকে হরিণের মাথা ও মাংসসহ মো. ইউনুসকে আটক করা হয়। মাংসসহ আটক ইউনুসকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে ম্যাজিষ্টেট শান্তনু কুমার মণ্ডল মাংস ও মাথা মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন এবং আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়।