পটুয়াখালীতে সাবেক এমপি শাহজাদার বিরুদ্ধে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা

- আপডেট সময় : ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ১৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদাসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগীর মৃত আবুল কাশেম মৃধার ছেলে আশ্রাব মৃধা।
অভিযোগ আমলে নিয়ে ৭ দিনের মধ্য পিবিআই পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে বলেন বিচারক আশিকুর রহমান।
অ্যাডভোকেট আবুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অপর আসামিরা হচ্ছেন- যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত লুৎফর রহমান, সুমন সরদার, শামীম সরদার, রিপন হাওলাদার, শাহিন মৃধা, সোহাগ সরদার এবং রুবেল মৃধা। এছাড়াও অভিযোগে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন- সাবেক এমপি এসএম শাহজাদার চাচাতো ভাই সুমন সরদার ও শামীম সরদার ২০২৩ সালের ২৬ জানুয়ারিতে বাদীর ওপর হামলা চালিয়ে জখম এবং দুইটি মোটরসাইকেল ও বসত ঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় দশমিনা থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ৯ এপ্রিল বাদীর পরিবারের ওপর হামলা চালিয়ে ১০ লাখ টাকা দাবি করে পূর্বের মামলা প্রত্যাহারে প্রভাবিত করে। ঘটনার পর সরকারি দলের প্রভাবে মামলা করতে সাহস পায়নি বলে মামলায় উল্লেখ করেন বাদী।