নয় বছরের সাজা নিয়ে ৩৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলে না

- আপডেট সময় : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১২০ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে ৯ বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর পালিয়ে অবশেষে গ্রেফতার হলেন আব্দুল হাকিম।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বারিপাড়া গ্রামের মৃত ছোহরাব মাতুব্বরের ছেলে আব্দুল হাকিম (৭০) ইন্দুরকানী থানা মামলা নং১২১/৮৭, ধারা ৩০৭/৩১৩ তে পেনাল কোড, পিরোজপুর কর্তৃক ৯ বছরের সাজা ঘোষণা করেন।
২০০৪ সালে নয় বছরে সাজা প্রদান করেন, ১৯৮৭ সাল হতে খুলনা রূপসা এলাকায় ৩৫ বছর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় আসামিকে ইন্দুরকানি থানার এসআই আব্দুল জলিল ও এএসআই মো. মনসুর আলম কনস্টেবল মামুন পরোয়ানামূলে খুলনার রুপসা টুথ পাড়া হাতে ১২/৭/২৪ তারিখ রাতে গ্রেপ্তার করেন।
২০০৪ সালে নয় বছরে সাজা প্রদান করেন, ১৯৮৭ সাল হতে খুলনা রূপসা এলাকায় ৩৫ বছর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় আসামিকে ইন্দুরকানি থানার এসআই আব্দুল জলিল ও এএসআই মো. মনসুর আলম কনস্টেবল মামুন পরোয়ানামূলে খুলনার রুপসা টুথ পাড়া হাতে ১২/৭/২৪ তারিখ রাতে গ্রেপ্তার করেন।