তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার দ্বীপাঞ্চলের ১৫টি কেন্দ্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্র অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে।
এক কথায় নির্বাচনে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না।অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির জানিয়েছেন, সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।