০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর মসজিদ থেকে তাবলিগ জামাতের মাংস চুরি

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ২৭৭ বার পড়া হয়েছে

বরিশালে তাবলিগ জামায়াতের মুসল্লিদের জন্য রান্নার উদ্দেশ্যে রাখা ১৩ কেজি গরুর মাংস চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১ মে) দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৬ মাসে এ মসজিদে অর্ধডজন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি মুসল্লিদের।

এর আগে বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৯ জন মুসল্লি ৪০ দিনের চিল্লায় এ মসজিদে আসেন। এ খবরে বরিশালের স্থানীয় তাবলিগ জামায়াতের সাথীরা ছুটে এসে অতিথিদের আপ্যায়নের জন্য মাংস কিনে রাখেন। দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

তাবলিগ জামায়াতের সাথী ও স্থানীয়রা জানান, মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা এটাই প্রথম। মাংস চুরির পর পরই ৬ হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একইদিন মসজিদ কম্পাউন্ডে ৩টি চুরির ঘটনায় হতবাক সবাই।

মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য উদঘাটন ও অপরাধী ধরতে আইনের আশ্রয় নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে হঠাৎ করে চুরি বৃদ্ধি পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরির ঘটনা রোধ করতে কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি অচিরেই চুরি বন্ধ হবে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নগরীর মসজিদ থেকে তাবলিগ জামাতের মাংস চুরি

আপডেট সময় : ০৪:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

বরিশালে তাবলিগ জামায়াতের মুসল্লিদের জন্য রান্নার উদ্দেশ্যে রাখা ১৩ কেজি গরুর মাংস চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১ মে) দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৬ মাসে এ মসজিদে অর্ধডজন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি মুসল্লিদের।

এর আগে বুধবার সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৯ জন মুসল্লি ৪০ দিনের চিল্লায় এ মসজিদে আসেন। এ খবরে বরিশালের স্থানীয় তাবলিগ জামায়াতের সাথীরা ছুটে এসে অতিথিদের আপ্যায়নের জন্য মাংস কিনে রাখেন। দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

তাবলিগ জামায়াতের সাথী ও স্থানীয়রা জানান, মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা এটাই প্রথম। মাংস চুরির পর পরই ৬ হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একইদিন মসজিদ কম্পাউন্ডে ৩টি চুরির ঘটনায় হতবাক সবাই।

মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য উদঘাটন ও অপরাধী ধরতে আইনের আশ্রয় নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে হঠাৎ করে চুরি বৃদ্ধি পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরির ঘটনা রোধ করতে কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি অচিরেই চুরি বন্ধ হবে।