‘ধর্মের কারণে কাউকে আঘাত করা ইসলাম সমর্থন করে না’

- আপডেট সময় : ১১:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৯৯ বার পড়া হয়েছে

পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগরের সহ-সভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওছার, জাকারিয়া হামিদী, বরিশাল জেলার সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, বরিশাল মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার সভাপতি এইচ এম, সানাউল্লাহ, বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ হাসান মাহমুদ, বিএম কলেজের সভাপতি মুহাম্মাদ হাসান রাজু, বরিশাল মহানগরের সভাপতি তানভীর হোসেন প্রমুখ।
পাশাপাশি ৭ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পীর চরমোনাই দেশের সার্বিক শৃঙ্খলা বিধান ও শান্তিময় দেশ গড়ার লক্ষ্যে যে ৯ দফা প্রস্তাবনা পেশ করেছেন, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দেশবাসীকে গ্রহণ করে নেয়ার উদাত্ত আহবান জানান বক্তারা।