দৌলতখানে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতি

- আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫২ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বুধবার(২৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে বালিকা বিদ্যালয় সড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোকানগুলোতে আগুন দেখতে পেয়ে তারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দৌলতখান ফায়ার সাভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সবগুলো দোকানঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসাীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল ও দোকানঘর পুড়ে গেছে। এতে তাদের কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়। দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাহাদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।