দেনার চাপে সমিতি মালিকের আত্মহত্যা

- আপডেট সময় : ০১:৩১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১১২ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে দেনার চাপে বিধান চন্দ্র মিস্ত্রি (৪৫) নামে সোনালী সঞ্চয় ও ঋণদান সমিতির মালিক আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে তার বাড়ির বাগানের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিধান মিস্ত্রি মাদ্রা গ্রামের সতিন্দ্র মিস্ত্রির পুত্র। পুলিশ বিধানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল জানান, তার এলাকার বিধান মিস্ত্রি আরামকাঠি সঞ্চয় সমিতিতে মাঠকর্মী হিসেবে কাজ করা অবস্থায় নিজে একটি সমিতি গড়ে সুদের কারবার করছিলেন।
সদানন্দ বলেন, পরে তার কর্মস্থলের মালিক আরামকাঠি সমিতির রহমত মিয়ার সঙ্গে লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয় এবং বিধানকে কিছু দিন আগে আটকে রেখে অপদস্থ করায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এদিকে বিধানের সমিতিতে সদস্যদের জমা করা সঞ্চয়ের পাওনা টাকা ফেরত দেওয়ার চাপে হয়তো আত্মহত্যা করতে পারে।
নেছারাবাদ স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহিন বলেন, বিধানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ইউডি মামলা রেকর্ড করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।