দুমকিতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ২৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার মুরাদিয়া এলাকায় লোহালিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুরাদিয়ার আমির হোসেনের রাস্তার মাথা এলাকায় লোহালিয়া নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। দূরবর্তী কোন এলাকা থেকে তুলে এনে হত্যার পর লাশটি নদীতে ফেলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাম-পরিচয় জানতে ইতোমধ্যে বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়েছে।