দলের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না : বাবুগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান

- আপডেট সময় : ০৮:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 45;

বাংলাদেশ জাতীযতাবাদী যুবদলের “৪৬” তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা যুবদলের ফ্রি চিকিৎসা ক্যাম্প যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সরকারী আবুলকালাম কলেজ মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান খান রাকিব এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল এর সঞ্চালনায় বাবুগঞ্জের স্বরন কালের সর্ব বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যন এ্যাড: জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে তারেক রহমানের প্রদত্ব বিভিন্ন দিকনের্দেশনা নেতাকর্মীদের উদ্যেশ্যে প্রদান করেন।
তিনি বলেন, সৈরাচার হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমাদের প্রথম বিজয় অর্জন হয়েছে, চুড়ান্ত বিজয় আমাদের ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে পেতে হবে। এ লক্ষে দলের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, আমি চাইনা বাবুগঞ্জ বিএনপির মাঝে কোনো বিভক্তি থাকুক। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলের প্রয়োজনে কাজ করে যেতে হবে।
বর্তমান অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যত সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জনগনের ভোট জনগনের হাতে ফিরিয়ে দেন, গনতন্ত্র ফিরিয়ে দেন অতিসত্তর নির্বাচনের ব্যবস্থা করুন।
সমাবেশ শুরুর পূর্ব থেকেই বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদল ও বিএনপির ভিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতা রংবেরঙের ব্যনার ফেস্টোন প্লাকার্ড নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল নিয়ে সভা স্থলে প্রবেশ করেন। বিভেদ ভুলে একই মঞ্চে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও বরিশাল জেলা ও বাবুগঞ্জ থানা বিএনপি যুবদল ও অঙ্গ সহোযোগীূ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। এতে সহোযোগীতা প্রদান করে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)শাখা ও বরিশাল জেলা শাখা।