থানার পাশেই রাশেদ-লাবনীর জমজমাট মাদক বাণিজ্য!

- আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়ার ময়লা খোলায় হাত বাড়ালেই মিলছে গাঁজা ও ইয়াবা। মাদক ব্যবসায়ী দম্পতি রাশেদ-লাবনী সেখানে গড়ে তুলেছেন মাদকের বিশাল আখড়া। প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এতে করে মাদকে আসক্ত হচ্ছে ঐ এলাকার যুব সমাজ।এবিষয়ে কেউ প্রতিবাদ করলে মাদকসেবীদের দিয়ে তাদের ছবি তুলে বিভিন্নরকম হুমকিরও অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অবাধে মাদক বিক্রি করে আসছে ঐ দম্পতি। তাদের এসকল কর্মকান্ডে অতিষ্ঠ ওই এলাকার জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, নগরীর ৩ নং ওয়ার্ডস্থ ডাম্পিং স্টেশন উল্টোপাশে রাশেদ-লাবনী একটি ভাঙ্গারী দোকান দিয়ে নিরাপদে চালিয়ে যাচ্ছে তাদের মাদক বাণিজ্য। তাদের এই কর্মকাণ্ডের বিষয়ে একাধিকবার প্রশাসনকে তথ্য দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান এলাকাবাসী।এসময় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের আঁতাতের অভিযোগও করেন এলাকাবাসী।
এলাকাবাসীর দেয়া তথ্যে জানাযায়, কাউনিয়া থানা এলাকায় ইয়াবা ও গাঁজার কারবার এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে সকাল সন্ধ্যা মাদকসেবীদের যন্ত্রণায় এলাকায় নারীরা বের হতে পারেনা এবং নানা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ছেন তারা। তবে মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাশেদ ও লাবনিকে গ্রেফতার করলেও জামিনে মুক্ত হয়েই আবার শুরু করে মাদক বাণিজ্য ।
সূত্রে জানা যায়, প্রশাসনে গুটিকয়েক অসাধু লোকের ছত্রছায়ায় দিনদিন বেড়েই চলেছে এদের পরিধী। আর এই কারনে ওই দম্পতি অবাধে মাদক ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এক্ষেত্রে এলাকাবাসীর প্রশ্ন,” থানার পাশে কিভাবে অবাধে মাদক ব্যবসা করছে এই দম্পতি!”
তবে এসব অভিযোগ অস্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, রাশেদ ও লাবনীকে একাধিক বার গ্রেফতার করে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবু রাশেদ গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদকে বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স বলেও জানান এই কর্মকর্তা।