তালতলীতে বিএনপির সমাবেশ, মঞ্চে ওলামা লীগের সভাপতির আসন

- আপডেট সময় : ০৩:০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে

গণহত্যার দায়ে সৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে তালতলী সদর রোডে এ অবস্থান কর্মসূচির সভামঞ্চের সামনের সারিতে বসতে দেখা যায় কড়ইবাড়ীয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা মো: আবদুল মতিনকে।
তিনি সভার শুরুতে অনুষ্ঠান মঞ্চে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন। এতে বিএনপি ও আওয়ামী বিরোধী অন্য সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দক্ষিণ ঝাড়াখালী ছালেহিয়া দাখিল মাদরাসার অবসর প্রাপ্ত সুপার মাওলানা মো: আবদুল মতিন দীর্ঘ ১৬ বছর ধরে কড়ইবাড়ীয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এ ক্ষমতার দাপটে আওয়ামী লীগ সরকার ক্ষতায় থাকা কালিন সময়ে মাদরাসার ম্যানেজিং কমিটিতে আওয়ামী লীগের নেতাদেরকে সভাপতি নিযুক্ত করে আওয়ামী বিরোধী শিক্ষকদের কাছে থেকে বিভিন্ন কৌশলে চাঁদা নেয়া ও বেতনভাতা বন্ধ রাখাসহ নানাভাবে হয়রানি করে আসছে। তিনি অবসরে যাওয়ার পর আওয়ামী সরকার পতনের কিছু দিন আগে ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার আসায় উপজেলা আওয়ামী লীগের নেতাদের বাসায় জায়নামাজ ও তছবিহ উপহার দিয়ে ধর্ণা ধরছেন। ইতোমধ্যে সরকার পতনের পরপরই তাকে বিএনপি নেতাদের সাথে দৌড়ঝাপ করতে দেখা গেছে।