০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৮৪ নেতাকর্মীর নামে মামলা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ১২৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম-আহ্বায়ক কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেলে শহরের আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। পরে পেট্রোল দিয়ে অফিসটি জ্বালিয়ে দেয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত নেতাকর্মীরা পলাতক। তাদের গ্রেফতারের করার চেষ্টা চলছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৮৪ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় : ০২:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম-আহ্বায়ক কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট বিকেলে শহরের আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। পরে পেট্রোল দিয়ে অফিসটি জ্বালিয়ে দেয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত নেতাকর্মীরা পলাতক। তাদের গ্রেফতারের করার চেষ্টা চলছে।