১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:৪৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ১৩৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সঙ্গে থাকা বশির নামের একটি ছেলে সকালে লাশটি প্রথমে দেখতে পায়। পরে তা চেয়ারম্যানকে জানালো হলে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে।

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘সকালে বশির নামে একটা ছেলে নাস্তা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি মৃতদেহ দেখে আমার কাছে ছুটে আসে। পরে আমি গিয়ে বিষয়টি দেখে থানা পুলিশকে সংবাদ দেই। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব কুমার পাহলান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা আশপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ঝালকাঠিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়া চেয়ারম্যানের সঙ্গে থাকা বশির নামের একটি ছেলে সকালে লাশটি প্রথমে দেখতে পায়। পরে তা চেয়ারম্যানকে জানালো হলে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি চাকু পাওয়া গেছে।

সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘সকালে বশির নামে একটা ছেলে নাস্তা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি মৃতদেহ দেখে আমার কাছে ছুটে আসে। পরে আমি গিয়ে বিষয়টি দেখে থানা পুলিশকে সংবাদ দেই। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব কুমার পাহলান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমরা আশপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।