জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাব: শওকত আলী

- আপডেট সময় : ০৩:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ৮৯ বার পড়া হয়েছে

বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত আলী বলেছেন, বরিশাল মহানগরী এলাকায় যেসব উন্নয়ন কাজ চলমান আছে, সেগুলো চালিয়ে যাওয়া হবে। এছাড়া জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাওয়ার কথা জানান তিনি।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে সরকার থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই সিটি করপোরেশনে যান তিনি। পরে কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সিটি করপোরেশনের যে কোনো কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কাথা জানান তিনি।
নগর ভবন সূত্র বলছে, প্রায় ৮শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে এখানে। তার মধ্যে প্রথম ধাপে প্রায় ৩শ’ কোটি টাকার রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের কাজ বর্তমানে চলমান আছে।