ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বরিশালে শোকসভা ও দোয়া মোনাজাত

- আপডেট সময় : ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বরিশালে শোকসভা ও দোয়া মোনাজাত হয়েছে। নগরের সদর রোড অশ্বিনী কুমার হলে স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের বরিশাল জেলা কমিটির আহবায়ক মো. নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাধীনতা ফোরামের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব নাজমুস সাকিব। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাঈদ তালুকদার, কোতয়ালি বিএনপি যুগ্ম আহŸায়ক আলহাজ মন্টু খান, আব্দুস ছালাম রাঢ়ি, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এ্যাড. তারেক আল ইমরান প্রমুখ। সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
স্মরন সভায় প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
পরে বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ’র নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।