চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩১৬ বার পড়া হয়েছে

ভোলায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে রাব্বি (২২) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাব্বি ভোলার দৌলতখান পৌর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল মাঝির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতখান বাজারের উত্তর মাথা এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন রাব্বি। ওইসময় স্থানীয় মাহির নামের অপর যুবক চা পান করতে আসেন। সিনিয়র জুনিয়র বসাবসি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহির তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন।
স্থানীয়রা তার পরিবারের সহযোগিতায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোলা সদরের ইলিশায় তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।