চরফ্যাশনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৯৭ বার পড়া হয়েছে

ভোলা চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার’ ২০২৪ ইং সনের দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক কাজি, সহ-সভাপতি শাহাদাত হোসেন সাদু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনে দেশের কর্ণধার, একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। তোমরা লেখা পড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতী ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন বক্তারা। পরে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।