০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাশনে জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ২০৬ বার পড়া হয়েছে

চরফ্যাশনের শরীফপাড়া স্টিলের ব্রিজের কাছ থেকে মো. ফখরুল (৩০) নামে এক জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে।

তিনি টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের ছেলে। স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীদের স্ত্রী এবং সহজ-সরল সাধারণ মানুষের কাছে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে কথা বলে প্রতারণা করে চরফ্যাশন থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন ফখরুল।

সর্বশেষ উপজেলার চর আফজাল গ্রামের লিপি আক্তারের কাছে ফখরুল লোভ দেখিয়ে টাকা চান। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টিলের ব্রিজের কাছ থেকে তাকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ফখরুল বলেন, ১০ জনের সঙ্গে কথা বললে একজন না একজন আমাদের ধোঁকায় পড়ে যায়। আমরা যে টাকা পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। চরফ্যাশন থানার এসআই বেলাল ও এসআই বাসু দেব বলেন, প্রতারক চক্র বিভিন্ন কৌশল খাটিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ফখরুল জিনের বাদশা সেজে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের কাছে অভিযোগ থাকলেও আমরা অবশেষে সেই জিনের বাদশা দলের একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি। তবে এই দলের আরও সদস্য রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। জনগণকে এ ধরনের প্রতারক থেকে সাবধান থাকতে হবে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

চরফ্যাশনে জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি

আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

চরফ্যাশনের শরীফপাড়া স্টিলের ব্রিজের কাছ থেকে মো. ফখরুল (৩০) নামে এক জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে।

তিনি টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের ছেলে। স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে, প্রবাসীদের স্ত্রী এবং সহজ-সরল সাধারণ মানুষের কাছে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে কথা বলে প্রতারণা করে চরফ্যাশন থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন ফখরুল।

সর্বশেষ উপজেলার চর আফজাল গ্রামের লিপি আক্তারের কাছে ফখরুল লোভ দেখিয়ে টাকা চান। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টিলের ব্রিজের কাছ থেকে তাকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ফখরুল বলেন, ১০ জনের সঙ্গে কথা বললে একজন না একজন আমাদের ধোঁকায় পড়ে যায়। আমরা যে টাকা পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। চরফ্যাশন থানার এসআই বেলাল ও এসআই বাসু দেব বলেন, প্রতারক চক্র বিভিন্ন কৌশল খাটিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

ওসি শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ফখরুল জিনের বাদশা সেজে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের কাছে অভিযোগ থাকলেও আমরা অবশেষে সেই জিনের বাদশা দলের একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি। তবে এই দলের আরও সদস্য রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। জনগণকে এ ধরনের প্রতারক থেকে সাবধান থাকতে হবে।