০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে বিএনপি’র আনন্দ মিছিল

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) রায় ঘোষনার পরপরই নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতৃবৃন্দ। এরপর তারা সেখান থেকে নগরে একটি আনন্দ মিছিল বের করেন।

এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ কয়েকজন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, সদস্য আফম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু।

বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং খুন-গুমের ঘটনা ঘটিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তাই জনসাধারণের সব অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।  পাশাপাশি এ কর্মসূচিতে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

অপরদিকে রায় ঘোষনার পর আগৈলঝাড়া উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।  যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, জেলা উত্তর যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েলসহ প্রমুখ।

পরে বিভিন্ন শ্রেনীর লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এছাড়া বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মৎসজীবী দল বরিশাল জেলা দক্ষিনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে বিএনপি’র আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) রায় ঘোষনার পরপরই নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতৃবৃন্দ। এরপর তারা সেখান থেকে নগরে একটি আনন্দ মিছিল বের করেন।

এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ কয়েকজন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, সদস্য আফম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু।

বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং খুন-গুমের ঘটনা ঘটিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তাই জনসাধারণের সব অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।  পাশাপাশি এ কর্মসূচিতে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

অপরদিকে রায় ঘোষনার পর আগৈলঝাড়া উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।  যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, জেলা উত্তর যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েলসহ প্রমুখ।

পরে বিভিন্ন শ্রেনীর লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এছাড়া বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মৎসজীবী দল বরিশাল জেলা দক্ষিনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।