মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, ‘কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।’
এ ছাড়া কামাল আদওয়ান হাসপাতালের জেনারেটর ও অক্সিজেন মেশিন বন্ধ করার ফলে নিবিড় পরিচর্যায় থাকা অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা আরো ছয় শিশুর জীবন নিয়ে আশঙ্কা রয়েছে বলেও জানান মুখপাত্র।
১৮ ফেব্রুয়ারি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করে, গাজা উপত্যকায় শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টির তীব্র বৃদ্ধি তাদের স্বাস্থ্যের জন্য একটি ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করেছে, বিশেষ করে ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার পরিস্থিতিতে।