কুয়াকাটায় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে: অতিরিক্ত আইজিপি

- আপডেট সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৬৫ বার পড়া হয়েছে

অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, দেশের ট্যুরিজম সেক্টরকে আরও উন্নত করতে কুয়াকাটায় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কুয়াকাটাকে টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা হোটেল পর্যটন মোটেলের হলরুমে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে এ সময় খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ইন মিডিয়া) নাদিয়া ফারজানার সঞ্চালনায় সভায় কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেস ক্লাবের সাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।