ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিধবা নুরজাহান বেগম ঘরে একাই থাকতেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তাঁর ঘরে আগুন লাগে।নুরজাহান রাতে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। গ্রামের লোকজন ছুটে এসে ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করে। ততক্ষণে মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাঠালিয়ায় বিধবার বসতঘর পুড়ে ছাই

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বিধবা নুরজাহানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।