১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে জেলের বসতঘর পুড়ে ছাই

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ২৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে মো. মইনুল আকন নামে এক জেলের বসতঘর আগুনে পড়ে গেছে। এতে ঘরসহ মজুদ রাখা ধান, চাল ও মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মইনুল আকল জানান, সে ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিয়ে ঘরের বাইরে বের হয়ে যান। মুহূর্তের মধ্যেই চোখের সামনে আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। তবে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তারা আগুন লাগার বিষয়টি জানেন না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।