০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ২৬২ বার পড়া হয়েছে

যৌতুক নিরোধ আইনের এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর প্রবাসে থাকা দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তার হওয়া দণ্ডিত আসামি হলেন আলমগীর হোসেন (৫৯)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আলমগীর হোসেনের বিরুদ্ধে ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। ওই মামলায় ১৯৯৯ সালে তাকে এক বছর কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকে পলাতক আলমগীর সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন। প্রবাসে পলাতক জীবন কাটিয়ে ৯ মাস পূর্বে দেশে এসেছেন তিনি।

পলাতক ওই আসামীকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা র‌্যাবের সহায়তা চায়। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপ-অধিনায়ক।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর প্রবাসে, অবশেষে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

যৌতুক নিরোধ আইনের এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর প্রবাসে থাকা দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তার হওয়া দণ্ডিত আসামি হলেন আলমগীর হোসেন (৫৯)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আলমগীর হোসেনের বিরুদ্ধে ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। ওই মামলায় ১৯৯৯ সালে তাকে এক বছর কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকে পলাতক আলমগীর সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন। প্রবাসে পলাতক জীবন কাটিয়ে ৯ মাস পূর্বে দেশে এসেছেন তিনি।

পলাতক ওই আসামীকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা র‌্যাবের সহায়তা চায়। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপ-অধিনায়ক।