উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা- শাওন

- আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৯৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ ভোলার লালমোহনে শেখ হাসিনার উন্নয়ন সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুরে লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ড জমদার বাড়ি এবং ১২নং ওয়ার্ড আলমগীর চেয়ারম্যান এর পুরাতন বাড়িতে অনুষ্ঠিত, উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
এ-সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা ,আসছে আগামী ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশ পরিচালনা করার সুযোগ করে দিবেন।
সকলে ভোরে ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের মার্কা, নৌকা মার্কায় ভোট দিবেন বলে আমি আশাবাদী।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, বেস্ট অফ অনার মিসেস ফারজানা চৌধুরী রত্না, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনসহ প্রমুখ ।