উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত

- আপডেট সময় : ০৮:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ২০৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। ১২ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শাহানা আক্তার শেলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি খানম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম , সাংবাদিক নাসির উদ্দীন , নাজমুল হক মুন্না , জুনায়েদ খান সিয়াম সহ বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও মায়েরা।