০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আনন্দে অতিরিক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যু

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • / ১৭১ বার পড়া হয়েছে

আনন্দে অতিরিক্ত বাংলা মদপান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় পাশে মদের বোতল পড়ে ছিল।

মৃতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।

স্থানীয় সূত্রে  জানা যায়, বৃহস্পতিবার বিকালে পাকুরিয়া গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় তারা পড়ে ছিল। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উদ্ধারের সময় পাশে মদের বোতল পড়ে ছিল। এছাড়া তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ঈদে আনন্দ করতে গিয়ে অতিরিক্ত বাংলা মদপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ঈদের আনন্দে অতিরিক্ত মদ পানে ৩ যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

আনন্দে অতিরিক্ত বাংলা মদপান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় পাশে মদের বোতল পড়ে ছিল।

মৃতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।

স্থানীয় সূত্রে  জানা যায়, বৃহস্পতিবার বিকালে পাকুরিয়া গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় তারা পড়ে ছিল। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উদ্ধারের সময় পাশে মদের বোতল পড়ে ছিল। এছাড়া তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ঈদে আনন্দ করতে গিয়ে অতিরিক্ত বাংলা মদপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি।