ইন্দুরকানীতে ২ দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ৩১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে রবি মৌসুম ২০২৩/২০২৪ কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর (জিকেবিএসপি)কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ডাল ও তৈলবাজ পরিচিতি ও উপাদন প্রযুক্তি বিষয়ে দু‘দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধ, বৃহষ্পতিবার উপজেলা কৃষি অফিস মিলনায়াতনে উপজেলার পাচটি ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণীদের নিয়ে দুটি সেসনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. নজরুল ইসলাম,বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার (উদ্যান) কৃষিবিদ আলী আজিম শরিফ ও ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুন নেসা সুমি। প্রশিক্ষণে আগত কৃষক কৃষাণী গন ডাল ও তৈলবাজ পরিচিতি ও উপাদন প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পরামর্শ গ্রহন করেন।
এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার জাকির হোসেনসহ কৃষি সম্প্রসারন অফিসের সহকারি কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।