ইন্দুরকানীতে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি আটক

- আপডেট সময় : ০৩:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ২১২ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে আদালতের আদেশ অমান্য করে পালিয়ে থাকা ৬ ওয়ারেন্টভুক্ত আসামি আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
সোমবার (৩ জুন) রাতে ইন্দুরকানী থানা পুলিশের এসআই আব্দুল জলিল, নেতৃত্বে সংগী ফোর্সসহ উপজেলার কালিবাড়ি লাহুরি ও ইকড়বুনিয়া গ্রাম থেকে আসামিদের আটক করা হয়।
আসামিরা হলেন- মোসলেম শিকদারের পুত্র মহিদ শিকদার, একই গ্রামের জঙ্গে আলি সেখের ছেলে হালিম সেখ, ইকরবুনিয়ার মোনছের সেখের ছেলে মনির সেখ ওরফে ভেড়া মনির ও তার তিন ছেলে ছাব্বির সেখ, নাইম সেখ শাকিল সেখকে আটক করে থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানীথানা পুলিশের এসআই আব্দুল জলিল বলেন, আসামিরা আদলতের আদেশ অমান্য করে দীর্ঘদিন পালিয়ে ছিলেন আদালত কতৃর্ক ওয়ারেন্ট পেয়ে আমারদের পুলিশ ৩ জুন রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দুর্গম এলাকা থেকে তাদের আটক কের। ৪ জুন সাকলে আদালতে পাঠান হয়।
উল্লেখ্য, সরেজমিনে গিয়ে জানা যায় আসামি ছাব্বির সেখ মাদক ইভটিজিং মারামারি সহ বিভন্ন অপরাধের সাথ জড়িত ও অন্য অন্য আসামিরা এলেকায় বিভন্ন আপরাধের সাথ জরিত বলে এলাকাবাসী বলেন।