০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি সদস্য মামুন হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ২৬৯ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা তৌকির মোল্লা একই বংশের রাতুল মোল্লা ও মহিউদ্দিন মোল্লা। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমতে তাদের বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি, ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জেরধরে হত্যাসহ এক ডজন মামলার আসামি ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুনকে (৪০) গত ৪ ডিসেম্বর রাতে ইছাপুর চৌরাস্তা নামক এলাকায় বসে তার প্রতিপক্ষের লোকজনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ইউপি সদস্য মামুন হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা তৌকির মোল্লা একই বংশের রাতুল মোল্লা ও মহিউদ্দিন মোল্লা। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমতে তাদের বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি, ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জেরধরে হত্যাসহ এক ডজন মামলার আসামি ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুনকে (৪০) গত ৪ ডিসেম্বর রাতে ইছাপুর চৌরাস্তা নামক এলাকায় বসে তার প্রতিপক্ষের লোকজনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।