০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে জানালেন পুতিন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৩ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাদের লক্ষ্য অর্জন করলেই কেবল ইউক্রেনের সঙ্গে শান্তি আসবে।
ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো দীর্ঘ এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিক এবং রাশিয়ার সাধারণ নাগরিকদের প্রশ্নের জবাব দেন।
বড় আকারে পরিকল্পিত এই আয়োজনের বেশিরভাগ আলোচনাই ছিল ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান’ নিয়ে। এ সময় সম্মুখ সমরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জোর দেন তিনি। খবর বিবিসির।
‘ডিরেক্ট লাইন’ নামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেশিরভাগ গুরুত্বপূর্ণ চ্যানেলে চার ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠানটি প্রচারিত হয়। আলোচনার প্রথমেই প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব অসম্ভব। এটি একেবারেই থাকবে না।’