১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, মায়ের সংবাদ সম্মেলন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৭৬ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা করায় আসামি বখাটে জাহিদ মোল্লার স্বজন মাহিনুর বেগম পাল্টা মামলা দিয়ে হয়রানি করত বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্কুলছাত্রীর মা।

তিনি অভিযোগ করেন, ‘বখাটে জাহিদ মোল্লা ও তার সহযোগীরা তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়া করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।’

লিখিত বক্তব্যে ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে মেয়ে লেখাপড়া করে। গত এক বছর ধরে সাইফুল মোল্লার বখাটে ছেলে জাহিদ মোল্লা আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। গত ২৪ জানুয়ারি সকালে দিকে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বখাটে জাহিদ উত্ত্যক্ত করে। খবর পেয়ে আমার স্বামী এ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে আমাকে ও আমার স্বামীকে শালিস বৈঠকের কথা বলে জাহিদের খালু সজল আকন বাড়ির সামনে রাস্তায় ডেকে নেয়। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা আমাকে, আমার স্বামী ও আমার ভাইয়ের ছেলে রিমনকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আমতলী থানার ওসি আমাকে ডেকে বখাটে জাহিদ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা নেয়। আমি ছয়জনের নামে মামলা করি। পুলিশ ছালাম আকনকে গ্রেফতার করে। এ ঘটনার পর গত সোমবার আসামি সজল আকনের স্ত্রী মাহিনুর বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার স্বামী ও আমাকেসহ নয়জনের নামে মিথ্যা মামলা করেছে। মামলা করেই খ্যান্ত হয়নি তারা। আমার পরিবারকে এলাকা ছাড়া করতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমার স্বামীর বাড়ি ঢাকার সাভারে। তারা স্থানীয় হওয়ায় আমাকে ও আমার স্বামীকে নানাভাবে হয়রানি করছে। তাদের ভয়ে আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আমরা জীবন নিয়ে সঙ্কায় আছি। আমি এ ঘটনায় পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিল উত্ত্যক্তের স্বীকার ওই স্কুলছাত্রী।’

এ বিষয়ে বখাটে জাহিদ মোল্লার বাবা সাইফুল মোল্লার মুঠোফোনে (০১৭৫৮০১২৬৪৩) বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘দুই পক্ষের মামলা তদন্ত চলছে। তবে স্কুলছাত্রীর পরিবারকে এলাকা ছাড়া ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

আমতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, মায়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

বরগুনার আমতলীতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা করায় আসামি বখাটে জাহিদ মোল্লার স্বজন মাহিনুর বেগম পাল্টা মামলা দিয়ে হয়রানি করত বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্কুলছাত্রীর মা।

তিনি অভিযোগ করেন, ‘বখাটে জাহিদ মোল্লা ও তার সহযোগীরা তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়া করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।’

লিখিত বক্তব্যে ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে মেয়ে লেখাপড়া করে। গত এক বছর ধরে সাইফুল মোল্লার বখাটে ছেলে জাহিদ মোল্লা আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। গত ২৪ জানুয়ারি সকালে দিকে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বখাটে জাহিদ উত্ত্যক্ত করে। খবর পেয়ে আমার স্বামী এ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে আমাকে ও আমার স্বামীকে শালিস বৈঠকের কথা বলে জাহিদের খালু সজল আকন বাড়ির সামনে রাস্তায় ডেকে নেয়। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা আমাকে, আমার স্বামী ও আমার ভাইয়ের ছেলে রিমনকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আমতলী থানার ওসি আমাকে ডেকে বখাটে জাহিদ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা নেয়। আমি ছয়জনের নামে মামলা করি। পুলিশ ছালাম আকনকে গ্রেফতার করে। এ ঘটনার পর গত সোমবার আসামি সজল আকনের স্ত্রী মাহিনুর বেগম আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার স্বামী ও আমাকেসহ নয়জনের নামে মিথ্যা মামলা করেছে। মামলা করেই খ্যান্ত হয়নি তারা। আমার পরিবারকে এলাকা ছাড়া করতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমার স্বামীর বাড়ি ঢাকার সাভারে। তারা স্থানীয় হওয়ায় আমাকে ও আমার স্বামীকে নানাভাবে হয়রানি করছে। তাদের ভয়ে আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আমরা জীবন নিয়ে সঙ্কায় আছি। আমি এ ঘটনায় পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিল উত্ত্যক্তের স্বীকার ওই স্কুলছাত্রী।’

এ বিষয়ে বখাটে জাহিদ মোল্লার বাবা সাইফুল মোল্লার মুঠোফোনে (০১৭৫৮০১২৬৪৩) বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘দুই পক্ষের মামলা তদন্ত চলছে। তবে স্কুলছাত্রীর পরিবারকে এলাকা ছাড়া ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’