আবারও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

- আপডেট সময় : ০৪:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা- তা অনিশ্চিত। আপাতত তিনি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। এর মাঝেই তাকে আবারও অধিনায়ক বানাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশাল।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফরচুন বরিশালের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ফরচুন বরিশালে স্বাগতম। অধিনায়ক খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’
বিপিএলের প্রথম চার মৌসুমের তিনটিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর। তার নেতৃত্বে প্রথম আসরেই শিরোপা জিতে নেয় তারকাবহুল দলটি।
তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা। এদিকে বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে। মাহমুদউল্লাহর বিষয়টি এখনো পরিস্কার নয়। বিদেশিদের মধ্যে ডেভিড মিলার, ডেভিড মালান, ফাহিম আশরাফকে দলে ভেড়ানোর চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি।