১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনে নামলো আনসার বাহিনী, দাবি ‘চাকরি জাতীয়করণ’

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:০০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১৩৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পেশার মানুষদের নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে এবার মাঠে নামল আনসার বাহিনী।

চাকরি জাতীয়করণের এই দাবিতে বৃহস্পতিবার রাতে তারা ঢাকার শাহবাগ এবং বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাহিনীটির সদস্যরা।

ঢাকা মহানগর আনসার এর পরিচালক আসলাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত বারোটার পর বিমানবন্দর এলাকা থেকে বাহিনীর সদস্যরা সরে গেলেও একটার পরও শাহবাগ এলাকায় অবস্থান চালিয়ে যাচ্ছিল তারা।

রাত ১০ টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন শ দুয়েক আনসার সদস্য। তারা সড়কে অবস্থান দেওয়ায় যান চলাচল ব্যাঘাত ঘটে আশেপাশের সড়কে যানজট তৈরি হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আনসার সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদেরকে নানাভাবে ব্যবহার করা হয় এবং আশ্বাস দেওয়ার পরেও জাতীয়করণ করা হয়নি।

শাহবাগ মেট্রোরেলের আনসার সদস্য মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি আনসারকে জাতীয়করণ করতে হবে।

“কোনো নীতিমালায় আর আমরা বিশ্বাসী না। পাশাপাশি আমাদের সকল দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্য ইব্রাহিম হোসেন বলেন, “দেশের এই ক্রান্তিকালে আমাদের লোকেরা কাজ করছে। আমরা বসে নেই। কিন্তু দাবিও আদায় করতে হবে।”

আনসার সদস্য মো. রাজিব বলেন, “আনসারকে জাতীয়করণ করতে হবে। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা এ বৈষম্য মেনে নেব না।”

আনসার কর্মকর্তা আসলাম সিকদার জানান, যারা আন্দোলন করছে তাদের সঙ্গে বৃহস্পতিবার বাহিনীর মহাপরিচালকের বৈঠক করেছেন।

“দাবির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। বৈঠকে আন্দোলন করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেও তারা কেন রাস্তায় নামছে এ বিষয়টি পরিষ্কার নয়।”

আনসার সদস্যদের এই দাবির বিষয়টি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন আসলাম সিকদার।

সারাদেশে সাধারণ এবং অঙ্গীভূত আনসারসহ প্রায় ৯৯ হাজার। এদের মধ্যে ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ) রুবেল হোসাইন।

তিনি বলেন, “যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।”

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

আন্দোলনে নামলো আনসার বাহিনী, দাবি ‘চাকরি জাতীয়করণ’

আপডেট সময় : ০৩:০০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পেশার মানুষদের নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে এবার মাঠে নামল আনসার বাহিনী।

চাকরি জাতীয়করণের এই দাবিতে বৃহস্পতিবার রাতে তারা ঢাকার শাহবাগ এবং বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাহিনীটির সদস্যরা।

ঢাকা মহানগর আনসার এর পরিচালক আসলাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত বারোটার পর বিমানবন্দর এলাকা থেকে বাহিনীর সদস্যরা সরে গেলেও একটার পরও শাহবাগ এলাকায় অবস্থান চালিয়ে যাচ্ছিল তারা।

রাত ১০ টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন শ দুয়েক আনসার সদস্য। তারা সড়কে অবস্থান দেওয়ায় যান চলাচল ব্যাঘাত ঘটে আশেপাশের সড়কে যানজট তৈরি হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আনসার সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদেরকে নানাভাবে ব্যবহার করা হয় এবং আশ্বাস দেওয়ার পরেও জাতীয়করণ করা হয়নি।

শাহবাগ মেট্রোরেলের আনসার সদস্য মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমাদের একটাই দাবি আনসারকে জাতীয়করণ করতে হবে।

“কোনো নীতিমালায় আর আমরা বিশ্বাসী না। পাশাপাশি আমাদের সকল দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে চিহ্নিত করে অপসারণ করতে হবে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্য ইব্রাহিম হোসেন বলেন, “দেশের এই ক্রান্তিকালে আমাদের লোকেরা কাজ করছে। আমরা বসে নেই। কিন্তু দাবিও আদায় করতে হবে।”

আনসার সদস্য মো. রাজিব বলেন, “আনসারকে জাতীয়করণ করতে হবে। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা এ বৈষম্য মেনে নেব না।”

আনসার কর্মকর্তা আসলাম সিকদার জানান, যারা আন্দোলন করছে তাদের সঙ্গে বৃহস্পতিবার বাহিনীর মহাপরিচালকের বৈঠক করেছেন।

“দাবির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। বৈঠকে আন্দোলন করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেও তারা কেন রাস্তায় নামছে এ বিষয়টি পরিষ্কার নয়।”

আনসার সদস্যদের এই দাবির বিষয়টি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন আসলাম সিকদার।

সারাদেশে সাধারণ এবং অঙ্গীভূত আনসারসহ প্রায় ৯৯ হাজার। এদের মধ্যে ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (গণসংযোগ) রুবেল হোসাইন।

তিনি বলেন, “যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।”