০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝালকাঠির পিআইও বিজনকে স্ট্যান্ড রিলিজ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৮ বার পড়া হয়েছে

অনিয়ম ও দুর্নীতি অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি নলছিটির উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এদিকে গত ৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে বদলির আদেশ দেয়। সেই আদেশ অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার শেষ দিন ছিল । আর ওই দিন প্রধান কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছিল বিজন কৃষ্ণকে।

কিন্তু এখনও পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আদেশ অনুযায়ী স্ট্যান্ড রিলিজ হয়েছেন তিনি।

এ বিষয়ে বিজন কৃষ্ণ খরাতী কালবেলাকে বলেন, বদলির আদেশ অনুযায়ী গত ৫ সেপ্টেম্বর তারিখ আমার নতুন কর্মস্থলে যোগদান করার কথা ছিল কিন্তু করা হয়নি। চলতি সপ্তাহে যোগদান করবো।

অপরদিকে নলছিটিতে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদর উপজেলার নতুন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক বলেন, আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে এখনও যোগদানের আদেশ দেওয়া হয়নি। আদেশ পাওয়ার পরে অতিরিক্ত দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি নলছিটিতে যোগদান করার পর থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টেস্ট রিলিফ— টিআর) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাজের বিনিময়ে খাদ্য— কাবিখা) এবং ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে নানা অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও ঠিকাদারদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে।

তবে পিআইওর শুধু বদলির আদেশ এবং তাকে অন্য কোনো শাস্তি না দিয়ে স্ট্যান্ড রিলিজ হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ঝালকাঠি জেলার সচেতন মহলের মধ্যে। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝালকাঠির জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ড বদলি হওয়ার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝালকাঠির পিআইও বিজনকে স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

অনিয়ম ও দুর্নীতি অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি নলছিটির উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এদিকে গত ৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে বদলির আদেশ দেয়। সেই আদেশ অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার শেষ দিন ছিল । আর ওই দিন প্রধান কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছিল বিজন কৃষ্ণকে।

কিন্তু এখনও পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আদেশ অনুযায়ী স্ট্যান্ড রিলিজ হয়েছেন তিনি।

এ বিষয়ে বিজন কৃষ্ণ খরাতী কালবেলাকে বলেন, বদলির আদেশ অনুযায়ী গত ৫ সেপ্টেম্বর তারিখ আমার নতুন কর্মস্থলে যোগদান করার কথা ছিল কিন্তু করা হয়নি। চলতি সপ্তাহে যোগদান করবো।

অপরদিকে নলছিটিতে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদর উপজেলার নতুন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোজাম্মেল হক বলেন, আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে এখনও যোগদানের আদেশ দেওয়া হয়নি। আদেশ পাওয়ার পরে অতিরিক্ত দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি নলছিটিতে যোগদান করার পর থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টেস্ট রিলিফ— টিআর) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাজের বিনিময়ে খাদ্য— কাবিখা) এবং ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে নানা অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও ঠিকাদারদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে।

তবে পিআইওর শুধু বদলির আদেশ এবং তাকে অন্য কোনো শাস্তি না দিয়ে স্ট্যান্ড রিলিজ হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ঝালকাঠি জেলার সচেতন মহলের মধ্যে। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝালকাঠির জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ড বদলি হওয়ার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।