ঐতিহ্যবাহী মারবেল মেলা
আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মারবেল মেলা। পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজা উপলক্ষে টানা ২৪৬ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
বুধবার (১৪ জানুয়ারি) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আগৈলঝাড়া ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, উজিরপুর, ডাসার, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।
মেলা কমিটির সভাপতি নির্মল মণ্ডল জানান, প্রায় ২৪৬ বছর আগে রামানন্দের আঁক গ্রামের সোনাই চাঁদ নামের এক নারী শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন। সেখান থেকেই এই মেলার সূচনা হয়। আনুমানিক ১৭৮০ সাল থেকে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
মেলায় বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, কবিগান, নিরামিষ ভোজ, নবান্ন উৎসব এবং মারবেল খেলাই প্রধান আকর্ষণ। প্রতি বছর প্রায় ৫০ কেজি চালের গুঁড়া, আখের গুড়, নারকেল ও কলা দিয়ে তৈরি নবান্ন মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে মারবেল খেলার আসর বসেছে। বাড়ির আঙিনা, রাস্তা, পুকুরপাড় ও অনাবাদি জমিতে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীরা মারবেল খেলায় অংশ নেয়।
মারবেল বিক্রেতা প্রদীপ বল্লভ বলেন, প্রতি বছর এই দিনের জন্য অপেক্ষা করি। একশ পিস মারবেল ২০ টাকায় বিক্রি হচ্ছে এবং বিক্রি ভালো হচ্ছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।












