
বরিশাল সদর প্রতিনিধি: গাড়ি জব্দ ও মামলা না করার অভিযোগের বিষয়ে কাউনিয়া থানার এসআই মোঃ জাহিদ বলেন, “দুই সাংবাদিকের ফোনের প্রেক্ষিতে গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ওসি স্যার নতুন এসেছেন, তাই এখনো বিস্তারিত বলা হয়নি।”
৩০ দিন পার হলেও মামলা দায়ের করে আদালতে না পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওরা গরিব মানুষ। কোর্টে জানালে গাড়ি ফেরত পাওয়া যাবে না। তাই তাদের উপকারের জন্য বিষয়টি জানানো হয়নি।”
এদিকে কাউনিয়া থানায় বদলি হওয়া এসআই রাসেল মাসোহারা গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের অর্থ নেননি। একইভাবে এসআই পিন্টু পালও রাসেলের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,“আপনি সরাসরি রাসেলের সঙ্গে কথা বলান।”
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, “নতুন করে অটো গাড়ি নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি ম্যানেজ করে এ ধরনের কাজ করে, তারাও আইনের আওতায় আসবে।”
ঘুষ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”
তবে ছুটিতে থাকায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।